,

চুনারুঘাটে সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ওরস সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ আখেরী মোনাজাতে দেশ বিদেশের লক্ষাধিক আশেকান ভক্তবৃন্দ মুসল্লীর আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে  চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মোড়ারবন্দ সিপাহ সালার (মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রঃ) সহ ১২০ আউলিয়ার দরবার শরিফে ৩ দিনব্যাপী বাৎসরিক ৬৯৯ তম পবিত্র ওরস মাপ্ত হয়েছে। গত ১৫ই জানুয়ারী বুধবার দিবাগত রাত ১২টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস এর সম্পাপ্তি টানেন দরবার শরিফের গদ্দিনিশিন আলহাজ্ব হুজুর সৈয়দ শফিক আহমেদ চিশতী শফি মিয়া। এ সময় সমবেতদের আল্লাহুম্মা ধ্বনিতে দরবার শরিফ এলাকা ছিল মুখরিত। দেশের বিভিন্ন স্থান থেখে আগত লক্ষাধিক ভক্তবৃন্দ জাকেরানদের বিদায় দেওয়া হলে তারা বহন নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখ্য সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব তরফ বিজয়ী সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪ খ্রিস্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ কেহই মানল না। শরিয়তের বিধানমতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করেন ভক্তবৃন্দ। দাফন করে সবাই ৪০ কদম দূরে যাওয়ার পর অলৌকিকভাবে মাজার পূর্ব-পশ্চিমে ঘুরে যায়। তার মাজার এখনো পূর্ব-পশ্চিমেই রয়েছে।


     এই বিভাগের আরো খবর