,

হবিগঞ্জে মর্জিনার কাছ থেকে ফোন ও নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়ি থেকে চোরাইকৃত স্বর্ণা-লংঙ্কার মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল এক সময়ের মক্ষীরাণী ও মাদক ব্যবসায়ী চিটকে চোরদের সর্দারনী মর্জিনা আক্তার (২৮) এর নিকট থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সদর থানায় আটক মর্জিনাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য ও এসব মালামাল উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার ১৬৪ ধারায় আদালতে মর্জিনার শীর্ষ শিবলু মিয়ার স্বীকারোক্তি জবানবন্দীতে এসব তথ্য উঠে আসে। শিবলু আরও জানায় মর্জিনার বাসায় থেকে তার নেতৃত্বে ১৫ জন চিচকে চোর হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়িতে চুরির কার্যক্রম করে আসছে। আর মর্জিনা কমিশন হারে তাদের বেতন দিয়ে থাকে। স্থানীয়রা জানান, যশের আব্দা এলাকার মাদক ব্যবসায়ী ভিংরাজ মিয়ার  স্ত্রী মর্জিনা এক সময় এলাকায় মক্ষীরাণী হিসেব পরিচিত ছিল। এরপর মাদক ব্যবসাসহ নানান অপকর্মে জড়িয়ে একাধিকবার পুলিশের হাতে আটক হয়। কিন্তু আইনের ফাঁক-ফোকর দিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। সম্প্রতি শহরের কলেজ কোয়ার্টার এলাকার বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার হোসেন বেনুর বাসাসহ আইনজীবি ও পুলিশের বাসায় কয়েকবার চুরি হয়। এ নিয়ে সদর থানা পুলিশের সাড়াশী অভিযানে এরা আটক হয়। এদের মধ্যে রুবেল, রনি, ফারুকসহ ৬ জন রয়েছে। গতকাল বুধবার জিজ্ঞাসাবাদ শেষে মর্জিনাকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ করেন।


     এই বিভাগের আরো খবর