,

পাকিস্তান সিরিজে ভালো করবে বাংলাদেশ: সাকিব

সময় ডেস্ক ॥ স্পট ফিক্সিংয়ের তথ্য গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে আপাতত ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। ক্রিকেটের বাইরেও ব্যস্ত সময় কাটছে সাকিবের। বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘লাইফবয়ের’ সাথে চুক্তি নবায়ন করেছেন তিনি। দুই পক্ষের নয় বছরের পথচলায় আরো তিন বছর যুক্ত হলো। অনুষ্ঠানে সাকিব কথা বলেছেন বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। তিনি বলেন,‘শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে পাকিস্তানে সিরিজ জিতেছে। আমি মনে করি আমাদেরও সেখানে ভালো করা উচিত। বাংলাদেশ দল যেন সাফল্য নিয়ে ফিরতে পারে এটাই আমার চাওয়া।’ বাংলাদেশ দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার রাত ৮টায় পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। গতবছর এ স্টেডিয়ামে হওয়া তিন টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় পরিবারের অনুমতি না পাওয়াতে পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহীম। কোচিং স্টাফের অনেকেই যাচ্ছেন না। কিছুটা অস্বস্তি নিয়েই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ-তামিমদের শুভকামনা জানিয়ে সাকিব বলেন,‘সবাই যেন ভালোভাবে সফর শেষ করে নিরাপদে দেশে ফিরতে পারে। সবার জন্য শুভকামনা।’


     এই বিভাগের আরো খবর