,

সহকারী শিক্ষিকা আফিয়া বেগমকে বিদায় সংবর্ধনা

সংবাদদাতা ॥ গতকাল বৃহস্পতিবার সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফিয়া আক্তার বেগমকে অবসরকালীন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাদকপুর গ্রামের নতুন ও পুরাতন সকল শিক্ষার্থী ও গ্রামবাসীর সমন্বয়ে তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়। আলোচনা পর্বে সংবর্ধিত
শিক্ষিকা আফিয়া বেগমের কর্মজীবন, শিক্ষক জীবন ও শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিক পাঠদান, কর্তব্য পরায়নতা, আন্তরিকতা, ভালবাসা ও ত্যাগের কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করা হয়। হাফিজুর রহমান খান ও জয়নাল আবেদীনের পরিচালনায় ও আলহাজ আব্দুল আহাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক লতিফ হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, এড. গুলজার আহমেদ খান, প্রভাষক জুবায়ের আহমেদ খান, শরীফ উদ্দিন খান, প্রধান শিক্ষক সালেহ আহমেদ, কবি অপু চৌধুরী, প্রধান শিক্ষিকা শিরিয়া বেগম, প্রধান শিক্ষিকা রুনু বালা দাস, প্রধান শিক্ষিকা কাকলী ইয়াছমিন, প্রধান শিক্ষিকা চমনা খানম, সহকারী শিক্ষিকা ইয়াছমিন আক্তার, আলহাজ্ব ইছাক মিয়া, পংকজ কান্তি দাস পল্লব, তালীম উদ্দিন, মুজিবুর রহমান, পরশ উদ্দিন, এনাম খান প্রমুখ। মানপত্র পাঠ করেন আহমুদ খান। অনুষ্ঠানে উপস্থিত সাদকপুর গ্রামের সকল বয়সের শিক্ষার্থী, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, আপামর জনসাধারণ, সহকারী শিক্ষিকা আফিয়া আক্তার বেগমকে শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় প্রদান করেন এবং পরম করুনাময় আল্লাহর কাছে উনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন।


     এই বিভাগের আরো খবর