,

হবিগঞ্জ আদালতে ভুয়া আইনজীবিদের দৌরত্ম বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতে ভুয়া আইনজীবিদের দৌরত্ম মারাত্মক বৃদ্ধি পেয়েছে। ফলে গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষরা প্রতারিত হচ্ছেন। এতে করে প্রকৃত আইনজীবীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। অনেকেই প্রকৃত আইনজীবীদের সাথে ট্রাই আর কোর্ট লাগিয়ে মামলার শুনানীতে অংশ নিচ্ছে। জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত হয় কোনো শিক্ষানবীশ আইনজীবী কালো ট্রাই আর কোর্ট পরতে পারবেন না। কিন্তু এই সিদ্ধান্ত উপেক্ষা করে কালো ট্রাই পরে শুনানীতে অংশগ্রহণ করেন। আবার প্রকৃত আইনজীবীদের মামলাও নিয়ে যাচ্ছেন তারা। আবার কেউ কেউ ভুয়া, সীল আর প্যাড বানিয়ে যে কারো নামে লিগ্যাল নোটিশ করে ভয়ভীতি আর হয়রানি করছেন। দেখা যায় প্রকৃত আইনজীবীদের নামের সাথে ভুয়া আইনজীবীদের নাম মিলে যাওয়ার সুযোগ নিচ্ছে। এমনকি তারা হবিগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলায় ওই নাম ব্যবহার করে মামলা পরিচালনা করছে। ভুয়া আইনজীবীদের অনেকের কাছে গ্রাউনও রয়েছে। প্রকৃত কয়েকজন আইনজীবী জানান, এরকম পরিস্থিতি চলতে থাকলে মামলা ও বিচার নিয়ে বড় ধরণের সমস্যা দেখা দেবে। এ নিয়ে প্রকৃত আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করছেন।


     এই বিভাগের আরো খবর