,

মানুষের কাজে আসে এমন প্রকল্প গ্রহণ করতে হবে -পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি ॥ পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, সব প্রকল্পের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ। অর্থ ব্যয় হবে দরিদ্র মানুষের জন্য। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন। তাই সাধারণ মানুষের কাজে আসে এমন প্রকল্প গ্রহণ করতে হবে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মান্নান বলেন, হাওরাঞ্চলের মানুষ যাতে শহরের মতো সুযোগ-সুবিধা পায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যুৎ। প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন কাজ চলমান রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, আমরা আত্মবিলাসী রাজনীতি করবো না। যে রাজনীতি দেশের মানুষের জীবনে পরিবর্তন আনে, সেই রাজনীতি করবো। একদল মানুষ এখনও স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারে না। তারা ইসলামকে ব্যবহার করে মানুষকে ভূল বোঝাতে চায়। এসব লোকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। হবিগঞ্জ-২ আসনের এমপি এড. আব্দুল মজিদ খান জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হুসেন চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর