,

হবিগঞ্জ বানিজ্য মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

সংবাদদাতা ॥ ছুটির দিনে হবিগঞ্জ কৃষি শিল্প বানিজ্য মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। গতকাল শনিবার সকাল ৯টায় গেট খোলার সাথে সাথে মেলায় প্রবেশ করতে থাকেন দর্শনার্থীরা। সকালের প্রথম প্রহরে দর্শনার্থীদের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয় মেলা প্রাঙ্গণ। ছুটির দিনে অফিস না থাকায় আবার অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট-কোচিং না থাকায় শিক্ষার্থীরাও ঘুরতে এসেছে মেলায়। এছাড়াও নানা বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মেলার মাঠ। গতকাল শনিবার দুপুরে শহরের নিউফিল্ড মাঠে সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে তরুণী ও শিশুদের উপস্থিতিই বেশি। মেলার চারদিকে গৃহস্থলী এবং শিশু ও নারী সামগ্রীর স্টলগুলোতে লেগে আছে উপচে পড়া ভীড়। কোন কোন দর্শনার্থী পণ্য দেখছেন আবার কোন কোন দর্শনার্থী পণ্য ক্রয় করছেন। এছাড়াও এবারের হবিগঞ্জ বানিজ্য মেলায় শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য এবারের মেলার প্রধান আকর্ষন হল ওয়াটার বল ও ট্রেন ভ্রমন। তবে ট্রেন ভ্রমনের চেয়ে ওয়াটার বল খেলার প্রতিই শিশুদের বেশি ভীড় লক্ষ্য করা গেছে। শিশুদের বলের ভেতরে প্রবেশ করিয়ে ভাসিয়ে দেয়া হচ্ছে পানিতে। আর এতে করে শিশুরা তাদের ইচ্ছেমত উপভোগ করছে আনন্দ। মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, শুক্রবার ছুটির দিন। তাই বাচ্চাদের নিয়ে মেলায় ঘুরতে এসেছি। বাচ্চারা তাদের ইচ্ছেমত ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি। এছাড়াও বাচ্চারা ওয়াটার বল খেলায় অংশ নিয়েছে। তারা পানির উপর ভেসে বলের ভেতর থেকে খুব আনন্দ উপভোগ করেছে। শিক্ষার্থী রুবি আক্তার বলেন, কলেজে ক্লাস শেষে আমরা বান্ধবীরা মিলে মেলায় ঘুরতে এসেছি। মেলার চার পাশ ঘুরে দেখেছি খুব ভাল লেগেছে। শাহীনুর রহমান নামে এক বিক্রেতা বলেন, ছুটির দিন থাকায় সকাল থেকেই মেলায় দর্শনার্থী বেশি রয়েছে। ধীরে ধীর কেনা কাটাও বাড়ছে। হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিুরুল ইসলাম বলেন, হবিগঞ্জে শিশু কিশোরদের বিনোদনের কোন স্থান নেই। তাই এবারের মাস ব্যাপী চলা বানিজ্য মেলায় শিশুদের অগ্রাধিকার দেয়া হয়েছে। শিশুরা তাদের বিনোদন উপভোগ করছে। পাশাপাশি এবারের বাজিন্য মেলায় অন্য বারের তুলনায় বেশি সংখ্যক দর্শনার্থী আসছে বলেও জানান তিনি।
হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) দৌস মোহাম্মদ বলেন, বানিজ্য মেলাকে ঘিরে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যাতে করে মেলায় আগত কোন দর্শনার্থী বিড়ম্বনায় শিকার না হন সে জন্য মেলায় পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। সাংর্বক্ষণিক পুলিশ সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে।


     এই বিভাগের আরো খবর