,

হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

সময় ডেস্ক ॥ বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রোববার বাস চলাচল চালু রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার রাতে পরিবহন মালিক সমিতি এ ঘোষণা দেয়।ঢাকা বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, বিএনপি অযৌক্তিক হরতাল দিয়েছে। তাই এই হরতাল তারা মানবেন না। এর আগে বিএনপির হরতাল কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দেয় আওয়ামী লীগ। ধানমন্ডিতে বিএনপির হরতালের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হরতালের ডাক দিয়েছে। তাদের ডাকা হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে। তার আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। হরতাল আহ্বান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে।


     এই বিভাগের আরো খবর