,

চুনারুঘাটে ভারতীয় চোরাই চা পাতাসহ এক ব্যক্তি গ্রেফতার

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার আমতলি এলাকা থেকে ট্রাক বোঝাই বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা পাতাসহ শহীদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের নেতৃত্বে অভিযানকালে চা পাতাসহ তাকে গ্রেফতার করা হয়। শহীদ চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মৃত আবুল হাশিমের ছেলে। এ ব্যাপারে শহীদুল ইসলামের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য প্রেরণ করা হলে তিনি জানান তার কাছ থেকে জব্দকৃত চা পাতা আদালতের নিলাম থেকে ক্রয় করা। এর প্রমাণ দেখাতে বললে খাজা শাহ পরাণ অলি নামে এক ব্যবসায়ী তার নিলামের প্রমাণপত্র দেখিয়ে এই চা পাতা তার বলে থানায় জানান। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, গত ১১ ডিসেম্বর চুনারুঘাট থানায় বসে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে বিভিন্ন সময় জব্দকৃত ১১১ বস্তা চা পাতা নিলামে বিক্রি করা হয়। নিলাম ক্রয় করে শাহ পরাণ অলি। মঙ্গলবার জব্দ হয় ৪৬ বস্তা। এই মাল শাহ পরাণ অলির বলে জানায়। পাশাপাশি শহীদুল ইসলাম তার ব্যবসায়ীক অংশীদার এবং তার বাড়িতে গোডাউন রয়েছে বলে জানায়। ফলে মামলা হয়নি। এদিকে চুনারুঘাটের নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, নিলামের কাগজ ব্যবহার করে চোরা কারবারিরা তাদের চোরাই পণ্য জায়েজ করার চেষ্টা করছে। দুই মাস পূর্বের চা পাতা এখনও অবশিষ্ট থাকার কথা নয়। আর কারও বাড়িতে গোডাউন থাকার কথা নয়।


     এই বিভাগের আরো খবর