,

নবীগঞ্জে গোল্ডেন শাইন ইন্টার ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশঢর দেবপাড়া গ্রামে গোল্ডেন শাইন ইন্টার ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশনের আহ্বায়ক শাহ্ লিমন আহমেদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক সায়েক চৌধুরী এবং গোল্ডেন শাইন ইন্টার ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আবেদীনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলাম এর পুত্র ও সামাজিক সংগঠন প্রত্যাশার সভাপতি এইচ এম মাসুদ বিন নূর। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নুরুল ইসলাম ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ চৌধুরী মিজান, সাংবাদিক জাকিরুল ইসলাম, আউশকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর, জাহাঙ্গীর আলম, শামসুল ইসলাম, ছুরুক মিয়া, আব্দুল হাদী, অপু দাশ সহ স্কুলের শিক্ষক মন্ডলী। এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। একে নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে টি-শার্ট, ট্রফি এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আউশকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর এর পক্ষ থেকেও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ চৌধুরী মিজান স্কুলে একটি সিলিং ফ্যান প্রদান করেন। অনুষ্ঠানে সাংবাদিক জাকিরুল ইসলামকে গোল্ডেন শাইন ইন্টার ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর