,

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ আটক ২ মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তিমুলক জবানবন্দি

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্ত্বর থেকে ৬১ হাজার পিস ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় সংবাদ সম্মেলন করেছেন। আদালতের বরাত দিয়ে তিনি জানান, আটক দুই মাদক ব্যবসায়ী গতকাল বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এর আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে মাদক ব্যবসার কথা স্বীকার করেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গ অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ এলাকার চুনারুঘাট রোডে অভিযান চালিয়ে ঢাকাগামী হানিফ পরিবহন থেকে মাদারিপুর জেলার লক্ষিপুর গ্রামের আছালত পেয়াদার মেয়ে নাহিদা আক্তার (৩৩) ও বাগেরহাট জেলার মুরলগঞ্জ থানার বায়জুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে শাহিনা বেগম (৪০)কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে তল্লাশী করে প্রায় ৬১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে উল্লেখিতসহ আরো বেশ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর