,

নবীগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনা সৌর্হাধ্যপুর্ণ পরিবেশে নিঃষ্পত্তি

এটিএম সালাম ॥ নবীগঞ্জে সংগঠিত শ্রমিক-পুলিশের সংর্ঘষের ঘটনাটি গতকাল শনিবার সকালে নিঃস্পত্তি হয়েছে। উপজেলা মিলনায়তনে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা শহীদ উদ্দিন চৌধুরী, শ্রমিক নেতা সজিব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, হবিগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, জিতু মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সৈয়দ খালেদুর রহমান খালেদ, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, শ্রমিক পরিবহনের সভাপতি ইয়াওর মিয়া, মিনি বাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক, মালিক সমিতির নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সমঝোতা বৈঠকে এক সৌহার্ধ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সৃষ্ট ঘটনাটি নিঃস্পত্তি হয়েছে। এবং ভবিষ্যতে পুলিশ, মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর