,

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকার বেকারত্ব দূর করছে -এমপি মিলাদ গাজী

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, অসহায় ও প্রান্তিক জনপদের লোকজনের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যেমন বেকারত্ব দূর করছেন, ঠিক তেমনি সমাজের অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা-স্বামী পরিত্যক্তা,দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধীদের বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে তাদের সমাজিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা-স্বামী পরিত্যক্তা, দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধী উপকারভোগীদের মধ্যে ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলে। দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শামসুউদ্দিন, উপজেলা এলজিইডির প্রকৌশলী সাব্বির আহম্মেদ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা পজীব কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আলীবর্দী খান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকারিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দাল করিম, উপ সহকারী প্রকৌশলী এলজিইডি হারুনুর রশীদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোশাহিদ আলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মতিন, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা গোলজার মিয়া, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজ্জাদুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে বয়স্ক ভাতা ১৮৪টি, বিধবা ভাতা ১৪টি, বাক প্রতিবন্ধী/প্রতিবন্ধী ভাতা ১৪টিসহ মোট ২১২টি ভাতা বহি বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর