,

নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক অষ্টপৃহর ব্যাপীলীলা নাম সংকীর্তন মহোৎসব গত শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে। অষ্টপৃহরবব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল, গীতাপাঠ, অষ্টপৃহরবব্যাপী লীলা কীর্তনের শুভ অধিবাস, ব্রাণমুহূতে হইতে অষ্টপৃহরব্যাপী লীলা কীর্তনের শুভারম্ভ, মহাপ্রসাদ বিতরণ ঘটিকায় দধিভান্ড ভঞ্জন ও ব্রজের ধুলিগ্রহন এবং হরিলুটের মাধ্যমে উৎসবের সমাপ্তি। কীর্তনের শুরুতে গীতা পাঠ করেন, মতি লাল ভট্টাচার্য্য। অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তন পরিবেশন, কলকাতা ভারতের শ্রীমতি মৌসুমী চ্যাটার্জী, দিনাজপুরের শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, সুনামগঞ্জের শ্রী শ্রী বৈষ্ণব সম্প্রদায়, বাগেরহাটের শ্রী শ্রী রাসলীলা সম্প্রদায়। কীর্তন কমিটির সভাপতি সুধাংশু রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উৎপল দাশের পরিচালনায় বার্ষিক মহোৎসবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মেজর অবঃ সুরঞ্জন দাশ, নবীগঞ্জ পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতিগোবিন্দ দাশ, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাবেক সভাপতি সুবিনয় কর, প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, জেলা যুবলীগ নেতা শাহেদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা বিএনপির যুগ্ম আাহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, পজীব কর্মকর্তা শাকিল আহমদ, হিমাংকু দেব, অশোক তরু দাস, হিমাংশু শেখর রায়, রঙ্গলাল রায়, প্রমথ চক্রবর্ত্তী বেনু, প্রজেশ রায় নিতন, মন্টু লাল আচার্য্য, অরবিন্দু বনিক, মৃদুল কান্তি রায়, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, পবিত্র বনিক, সাধন চন্দ্র দাশ, উত্তম কুমার রায়, লিটন দেবনাথ, দিপক পাল, চারু চন্দ্র দেব, নৃপেন্দ্র পাল, প্রদীপ রায়, জন্টু চন্দ্র রায়, পার্থ কুমার পাল, কাঞ্চন বনিক, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, সাংবাদিক সলিল বরন দাশ, রঞ্জন পাল, মিথুন পাল, পলাশ বনিক, সুজয় বনিক, দেবাশীষ দেব, ঝুটন বনিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে।


     এই বিভাগের আরো খবর