,

হবিগঞ্জে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা-নির্যাতন ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, নির্যাতন ও হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সাধারণত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাংবাদিক মাসুদ আলী ফরহাদ, আব্দুল হালীম, সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মামুন চৌধুরী, সাংবাদিক সাজিদুর রহমান, এসএম সুরুজ আলী, ছানু মিয়া, সেন্টু আহমেদ জিহান, মতিউর রহমান মুন্না, আব্দুর রাজ্জাক রাজু, রায়হান উদ্দিন সুমন, শামসুল হক আল মামুন, উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সদস্য ফজলে রাব্বী রাসেল, আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহ-সভাপতি দিদার এলাহি সাজু, পাবেল খান চৌধুরী, ফয়সল চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর কাদির, নুরুল হক কবির, আব্দুল হাকিম, ইলিয়াছ আালী মাসুক, মুজিবুর রহমান, সুলতান আহমদ, নজরুল ইসলাম, আশাহিদ আলী আশা, শাহ মামুন, কাওছার আহমেদ, সিরাজুল ইসলাম জীবন, সহিবুর রহমান, এম সজলু, কাজী মিজান, জাহেদ আলী মামুন, মোহাম্মদ শাহ আলম মহিবুল হাসান সজল, জুয়েল চৌধুরী, শাওন, সালাম চৌধুরী, আজিজুল ইসলাম সজীব, নায়েব হোসাইন, এম এ জলিল, আব্দুল হাই, শাহ মামুন, সেলিম তালুকদার, শাহ সুলতান আহমেদ, ছনি চৌধুরী, খন্দকার আলা উদ্দিন, রায়হান আহমেদ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান অন্যতায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন। মানববন্ধনে জেলায় কর্মরত শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেলকে প্রাণনাশের হুমকি, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসেসিয়েশনের সাধারণ সম্পাদক সুরুজ আলীর উপর হামলা ও স্থানীয় দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরীর উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর