,

শায়েস্তাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মহাসড়কে যান চলাচল বন্ধ ॥ ঘাতক ট্রাক আটক

এম.এ.আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের মোড়ে পাথর বোঝাই ও মাছ ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাছ বোঝাই ট্রাকের চালক আনোয়ারুল হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। গতকাল রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত আনোয়ারুল মাছভর্তি ট্রাকের চালক ছিলেন। আহতরা মাছ ও পাথর ভর্তি ট্রাকের চালক ও হেলপার। স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯৬৭৮) ও সিলেটগামী মাছ ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৮৯৭৯) এর মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত আনোয়ারুলের বাড়ি যশোর জেলার কতোয়ালী থানার হাশেমপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত কাওছার হোসেনের পুত্র ।


     এই বিভাগের আরো খবর