,

শায়েস্তাগঞ্জে ৫০০ কোটি টাকার জমি উদ্ধারে অভিযান

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় রেলওয়ের জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দুই দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান শুরু হয়। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মো. শাহ আজিজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। রেলওয়ে সূত্র জানায়, প্রায় ৫০০ কোটি টাকার রেলওয়ের জমিতে ১৭০০ অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয় লোকজন দখল করে রেখেছেন। বুধবার শায়েস্তাগঞ্জের আলোচিত পৌর মার্কেটসহ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, ডিবি পুলিশ ও জিআরপি পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ঢাকা রেলওয়ের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জে রেলওয়ের জায়গায় প্রায় ১৭০০ অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয় লোকজন দখল করে রেখেছেন। যার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। সারাদেশের মতো শায়েস্তাগঞ্জে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে শায়েস্তাগঞ্জের রেলওয়ের জায়গায় মার্কেট নির্মাণ করে স্থানীয়দের মাঝে বরাদ্দ দেয়া হবে।


     এই বিভাগের আরো খবর