,

বাহুবলে ফুটকা মাছ খেয়ে একই বাড়ির মহিলা শিশুসহ ২০ অসুস্থ

জুয়েল চৌধুরী ॥ বাহুবল উপজেলার বড়কান্দি গ্রামে ফুটকা মাছ খেয়ে একই বাড়ির মহিলা শিশুসহ ২০ অসুস্থ হয়েছে। গতকাল রবিবার রাত ৮টায় ওই গ্রামের আব্দুল জলিল (৩০), তার পিতা আরফান উল্লা (৭০), মা সিতারা খাতুন (৬০) এছাড়া তাসলিমা (২০), মাহমুদা (১৬), মনিরা (২৫), নাসিম (৫), তানিয়া (৭০), সোহেনা (৮), তামিম (৯) ও সিয়াম (৩)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ঐ এলাকায় আতংক বিরাজ করছে। জানা যায়, আরফান আলী গত শনিবার সন্ধায় মিরপুর বাজার থেকে বেশ কিছু ফুটকা মাছ স্বল্পমূল্যে ক্রয় করে বাড়িতে নিয়ে যান। তার পরিবার রান্না করার পর সকলেই খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল রবিবার সকালে ঘুম থেকে উঠে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ একাধিক টয়লেটে যান আবার কেউ কেউ বার বার বমি ও হাত পা অবস হয়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার শামীমা আরা জানান, ভয়ের কিছু নেই, চিকিৎসা দেয়া হয়েছে, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর