,

“নবীগঞ্জে সরকারি ভুমি দখল করে বাউন্ডারি নির্মাণ” একজোট হয়ে সুযোগ কাজে লাগাচ্ছেন ক্ষমতাধর দুই ভাই

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সরকারের খাস খতিয়ানভুক্ত ভূমির (খাল) দখল ও মাটি ভরাট করে বাউন্ডারি দিয়েছেন প্রভাবশালী দুই ভাই। এতে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার আশংকায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ শাহ নজরুল ইসলাম নামের লোক। নজরুল গত ২০ ফেব্রুয়ারি ওই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ সুত্রে প্রকাশ ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের পাশে বয়ে যাওয়া পুরনো কাকড়াকালী খাল। এর বিস্তৃতি বিবিয়ানা নদীতে পড়েছে। কিন্তু ওই খালের নিকটবর্তী বাসিন্দা নিজ আগনা গ্রামের মৃত আকল মিয়ার দুই পুত্র মোঃ জসিম উদ্দিন ও মোঃ মিস্তাব উদ্দিন তারা একজোট হয়ে ওই খালের প্রায় দুই কেদার ভুমি মাটি ভরাট করে বাউন্ডারি দিয়ে তার বাড়ির সাথে একত্রিত করেছে। এতে খালের নকশা বিলুপ্ত হয়ে পড়েছে। যার কারনে বর্ষার মৌসুমে উজান থেকে নেমে আসা কয়েকটি গ্রাম ও বিভিন্ন জলাশয়ের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ফসলি জমি পানিতে তলিয়ে যাবে। ইতেপূর্বে ওই কাকড়াকালী খাল দখল করায় দুই বার প্রশাসন তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভূমি উদ্ধার করেছে। সরকারের খাস খতিয়ানের ভূমি তাদের কবল থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট আইনে উপজেলা নির্বাহী কর্মকতা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন নজরুল ইসলাম।


     এই বিভাগের আরো খবর