,

আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই বেশী গুরুত্বপূণ -পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সন্ত্রাস নারী নির্যাতন ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ ফেব্রুয়ারি গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ কতৃক আয়োজিত বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়ন অফিস মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম। পুলিশ সুপার বলেন, আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই বেশী গুরুত্বপূর্ণ। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। সমাজ থেকে সন্ত্রাস নারী নির্যাতনসহ যেকোনো ধরণের অন্যায় দুর করতে মায়েরা এগিয়ে আসতে হবে। সচেতন মায়েদের সন্তান কখনও সমাজের অমঙ্গল ডেকে আনতে পারেনা। ইউপি চেয়ারম্যান রেহাছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, শিক্ষক বিপুল ভূষন রায়, ইউপি সদস্য হেনা আক্তার প্রমুখ।


     এই বিভাগের আরো খবর