,

অস্বচ্ছল মানুষের সুবিধা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার অস্বচ্ছল এবং অসহায় মানুষদের সুবিধা নিশ্চিতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের মুখের খাবার নিশ্চিত না করে নিজে খাবার গ্রহণ করেন না। আর সেজন্যই সারাদেশে অসহায় মানুষদেরকে বছরব্যাপি ভাতা প্রদান করা হচ্ছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর উন্মুক্ত বাছাই কার্যক্রনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, জনগণ ভোট দিয়ে মতায় এনেছিল বলেই আজ আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে। এক দশকের মধ্যে বাংলাদেশ আজ বিশে^র বুকে উন্নয়নের রোল মডেল। বাঙালী জাতি বিশ্বে সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে। তবে এই চলার পথ অতটা সহজ ছিল না, অনেক বাঁধা ছিল। অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা এগুলো মোকাবেলা করেই দেশকে এই পর্যায়ে আনতে হয়েছে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। ১নং লোকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাছাই কার্যক্রমের অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হাসান রুবেল, জেলা আওয়ামী লীগ নেতা আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে সর্বমোট ভাতা পাচ্ছেন ১০ হাজার ৬ শত ৯৩ জন। এর মাঝে প্রতিবন্ধী ২ হাজার ৩ শত ৪৯, বিধবা ১ হাজার ৯ শত ৫৪ এবং বয়স্ক ভাতা পাচ্ছেন ৬ হাজার ৩ শত ৯০ জন।


     এই বিভাগের আরো খবর