,

মুসলিম নির্যাতন ও বাংলাদেশে মোদি আগমনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ

সলিল বরণ দাশ ॥ ভারতে মুসলিম নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে নবীগঞ্জ জে.কে স্কুল চত্বরে নবীগঞ্জের সমমনা ইসলামী দল সমূহের উদ্যোগে কাজী মাওঃ হারুনূর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও মুফতি ফয়ছল তালুকদারের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন নরেন্দ্র মোদির হাতে বারবার মুসলমানদের রক্তের দাগ লেগেছে। তার প্রশ্রয়ে দিল্লিতে হিন্দুত্ব বাদী সাম্প্রদায়ীক উন্মাদনায় মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা চালানো হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে স্বাধীনতার মাসে মুজিব বর্ষে আমন্ত্রণ জানানো একদিকে যেমন মুজিব বর্ষকে কলঙ্কিত করা হবে, অন্যদিকে স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করে গোটা জাতিকে অপমান করা হবে। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আমরা তাঁর আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। আমরা মুজিব বর্ষের বিরোধিতা করছি না। আমরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্যক্তি নরেন্দ্র মোদির বিরোধিতা করছি। সভায় বক্তব্য রাখেন আলহাজ্জ্ব শেখ আব্দুল মন্নান, হাফিজ সাইফুল্লাহ খান, মাওঃ আব্দুর রকিব হক্কানী, হাফিজ নাজমুল হুদা, হাফিজ জুবায়ের আহমেদ, আব্দুল মন্নান, মুফতি আবু ইউসুফ চৌধুরী, মুফতি মোস্তাক আহমেদ ও হাজী হামিদ উদ্দিন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর