,

নারীদেরকে গোয়েন্দা হিসেবে কাজ করতে হবে -পুলিশ সুপার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে সন্ত্রাস, নারী-নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পুলিশ, বেসরকারি এনজিও আশা ও গাজীপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান হুমায়ূন কবীর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্যা। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, আশা’র ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী, আশা’র ডিএম কামাল হোসেন খান, আশা’র আরএম নাজমুল আলম। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, ওসি (তদন্ত) চম্পক দাম, ইউপি মেম্বার নির্মল দেব, মিনারা খাতুন প্রমূখ। সভায় গাজীপুর ইউনিয়নের সহস্রাধিক মহিলা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে। উন্নত সমাজ ব্যবস্থা তৈরি এবং অন্যায় অবিচার ও দূর্নীতি রোধে নারীদের ভূমিকা রাখা দরকার। সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হলে নারীদেরকে গোয়েন্দা হিসেবে কাজ করতে হবে।


     এই বিভাগের আরো খবর