,

নবীগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর মৌলবাদী সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামে চাদাঁ না দেয়ায় সংখ্যালঘু অজিত দাশের উপর একদল মৌলবাদী সন্ত্রাসী কর্তৃক হামলা ও মন্দির ভাংচুরের ঘটনায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অজিত দাশ ও জুয়েল দাশ সহ সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান। সূত্রে জানা যায়- দূর্গাপুর গ্রামে জুয়েল দাশের বাবা অজিত দাশের একটি মুদি দোকান রয়েছে, স্থানীয় সন্ত্রাসীরা সব সময়ই জুয়েল দাশের বাবার নিকট চাঁদা দাবী করত। তার বাবা তাদের গ্রামের একটি মন্দির কমিটির সভাপতি ছিলেন। গত ৬ মার্চ (শুক্রবার) আলী হোসেন, মনোয়ার হোসেন, জনি মিয়া, মাওলানা আবুল কাশেম, মতিউর রহমানসহ একদল মৌলবাদী সন্ত্রাসীরা ওই মন্দির ভাংচুর করতে আসে। খবর পেয়ে জুয়েল দাশ ও তার বাবা ও স্থানীয়রা সন্ত্রাসীদেরকে বাধা দিতে গেলে তারা অজিত দাশ ও জুয়েল দাশসহ স্থানীয়দেরকে মারধোর করে এবং মন্দিরের মূর্তিসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে চলে যায়।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নেয়ায় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করা হয়। এতেও কোন আইনি সহযোগীতা না পাওয়ায় গতকাল রবিবার পূজা উদযাপন পরিষদের সহযোগীতায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ব্যানারে নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর