,

নবীগঞ্জে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠান সম্পন্ন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়নের রিপাতপুর শ্রী শ্রী বুড়াঠাকুর গাছতলায় অষ্টপ্রহর ব্যাপী বার্ষিক হরিনাম ও লীলাযজ্ঞ মহোৎসব গতকাল মঙ্গলবার বিকালে সম্পন্ন হয়েছে। অষ্টপ্রহরবব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল, গীতাপাঠ, অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তনের শুভ অধিবাস, ব্রাণমুহূতে হইতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তনের শুভারম্ভ, মহাপ্রসাদ বিতরণ ঘটিকায় দধিভান্ড ভঞ্জন ও ব্রজের ধুলিগ্রহন এবং হরিলুটের মাধ্যমে উৎসবের সমাপ্তি। কীর্তনের শুরুতে গীতা পাঠ করেন, অজিত কুমার দাশ। ধর্মীয় আলোচনা করেন ডাঃ ননীগোপাল নাথ। অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তন পরিবেশন, সিলেটের বিধু চন্দ্র চন্দ, সুনামগঞ্জের নিশিকান্ত তালুকদার, আজমিরীর কামরুপ দাশ, নবীগঞ্জের সাজুমনি দাশ, জোসনা রানী দাশ। বার্ষিক কীর্তন কমিটির সভাপতি মতিলাল দাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিক্ষক প্রদীপ কুমার দাশের পরিচালনায় বার্ষিক মহোৎসবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, মজিদুর করিম, নবীগঞ্জ আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, কৃপেশ পাল গোপেন্দ্র পাল, রঞ্জিত চক্রবর্ত্তী, অভিজিত পাল, খোকা দাশ, রবীন্দ্র পাল, বাবুল পাল, শিক্ষক লিটন দেবনাথ, বিমল পাল, দিপক পাল কানু পাল, সুমন পাল, নিতেশ দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩ দিন ব্যপী অনুষ্ঠানে এতে হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে।


     এই বিভাগের আরো খবর