,

বানিয়াচংয়ে সরকারি ভূমি থেকে মাটি উত্তোলন ৫০ হাজার টাকা অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকারি ভূমি থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে তাজ উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের তৌহিদ মিয়ার পুত্র। গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় তাকে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। জানাযায়, বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকি নদীর অইলার ভাঙ্গা ব্রীজের সন্নিকট স্থান থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে তাজ উদ্দিনকে হাতেনাতে বানিয়াচং থানা পুলিশ আটক করলে ভ্রাম্যমান আদাতের ম্যাজিস্ট্রেট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান বলেন, অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে তাজ উদ্দিনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মাটি বা বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।


     এই বিভাগের আরো খবর