,

বাহুবলে ফসলি জমির মাটি কেটে বিক্রি ॥ ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সময় ডেস্ক ॥ বাহুবলে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে বজলু মিয়া নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিললের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেওয়া হয়। জানা যায়, উপজেলার লামাতাশী ইউনিয়নের দ্বিমুড়া হাফিজপুর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এসকেবেটর জব্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মটি কাটার অপরাধে এসকেবেটরের মালিক উপজেলার পশ্চিম জয়পুর বজলু মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিল বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর