,

শায়েস্তাগঞ্জে হিজড়াদের সাথে পুলিশের সচেতনতামূলক আলোচনা সভা

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জে হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) পুলিশের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানা কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন। হিজড়াদের মধ্যে আলোচনায় অংশনেন- ভারতী হিজড়া, সোনালি হিজড়া, সোনিয়া হিজড়াসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন- থানার ওসি (তদন্ত) মামুন, দারোগা আব্দুল মুকিত, এএসআই মো: জসিম উদ্দিন প্রমুখ। পুলিশ জানায়, হিজড়াদের দৃশ্যমান কোন পেশা না থাকায় তারা এহেন কমর্কান্ড করে আসছে বলে জনশ্রুতি রয়েছে। তারা বিনয়ের সহিত জানায় তাদের মধ্যে কেউ কেউ শিক্ষিত উচ্চ শিক্ষিত হয়েও সম্মানজনক পেশায় নিয়োজিত হতে পারছেন না, হিজড়া হওয়ার কারনে তাহাদের পরিবারও রক্তের সম্পর্ককে অস্বীকার করেন। এসময় হিজড়াদের সুখ-দুঃখের কথা শুনে তাদেরকে পুনর্বাসনের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় ভবিষ্যতে পুনর্বাসনের আশ্বাস দেন থানার ওসি মোজাম্মেল হোসেন। পুনর্বাসনের আশ্বাসে হিজড়ারাও রাস্তা-ঘাটে তাহাদের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত থাকবেন মর্মে পুলিশের কাছে প্রতিশ্রুতি দেন। সোনিয়া হিজড়া বলেন, আমরা মানুষের এহেন আচরণে বাধ্য হয়েই এসব কর্মকান্ডে লিপ্ত রয়েছি, তবে সরকার যদি আমাদের পুনর্বাসনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাহলে আমরা অবশ্যই স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবো।


     এই বিভাগের আরো খবর