,

বাংলাট্রিবিউনের সাংবাদিক রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর জেলা প্রশাসক কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ও তার উপর মিথ্যা মামলার প্রত্যাহার এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম জীবন, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নূরুল হক কবির, মজিুবর রহমান, মিরপুর প্রেসক্লাবের সাধাররণ সম্পাদক দিদার এলাহি সাজু, সাংবাদিক কাজল সরকার, জাকারিয়া চৌধুরী, রহমত আলী, মশিউর রহমান, আব্দুল কাদির, মিজানুর রহমান, সাইফুর রহমান তারেক, একে কাউছার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাতের আধারে একজন সাংবাদিকদের ধরে নিয়ে কথিত মামলায় এক বছরের জেল জরিমানা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। বক্তারা অবিলম্বে সাংবাদিক রিগ্যানের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবীর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।


     এই বিভাগের আরো খবর