,

আ’লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন সহ সকল সভা সমাবেশ বন্ধ রাখুন ——–এড. মজিদ খাঁন এমপি

স্টাফ রিপোর্টার ॥ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ এড.আব্দুল মজিদ খাঁন বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে আইনশৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যদি নেতৃস্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না। দু’একজন সদস্যের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের যাতে দুর্নাম না হয় সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে হবে। অপরাধমুক্ত বানিয়াচং গড়তে জনগণকে সাথে নিয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে কাজ করা প্রয়োজন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সম্প্রতি চলমান আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সম্মেলনসহ সকল সভা সমাবেশ বন্ধ রাখুন। এলাকাবাসীকে আতঙ্কিত না করে যার যার অবস্থান থেকে সচেতন করার চেষ্টা করুন। স্বাস্থ্য বিভাগের জারীকৃত সরকারি সকল আদেশ মেনে চলুন। সভা সমাবেশ, ধর্মীয় যেকোন উৎসব, বিয়ে, আকিকাসহ বেশী জনসমাগম হয় এমন যেকোন অনুষ্ঠান নিজে এড়িয়ে চলুন এবং অন্যদেরকে না করতে সচেতন করুন। সম্প্রতি বিদেশ ফেরত লোকজন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলে নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন। সাবান দিয়ে বেশী বেশী হাত ও মূখ দৌত করুন। গতকাল ১৮ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত নিয়মিত আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তজম্মুল হক চৌধুরী,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মনসুর উদ্দিন আহমদ ইকবাল, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওঃ আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান সামছুল হক, ওয়ারিশ উদ্দিন খাঁন, আব্দুল আহাদ, এরশাদ আলী প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়াম্যান গিয়াস উদ্দিন, মোতাহের মিয়া, রেহাছ মিয়া, মাওঃ হাবিবুর রহমান, লুৎফুর রহমান, উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষক স্মৃতি রাণী, কাজল চ্যাটার্জি প্রমুখ। সভায় হাট বাজার নিয়ন্ত্রনে ও অপ্রাপ্ত বয়স্ক যানবাহন চালকদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ব্রীজ-কালভার্টের নিকট থেকে মাটি খুড়াসহ সরকারি সড়কের পাশে পুুকুর খননকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।


     এই বিভাগের আরো খবর