,

চুনারুঘাটের রেমা চা-বাগান ১৬ দিন ধরে বন্ধ

সংবাদদাতা ॥ চুনারুঘাটের রেমা চা-বাগান ১৬ দিন ধরে বন্ধ করে চলে গেছে বাগান কর্তৃপক্ষ। রোজগারপাতি নেই। চরম দুরবস্থার শিকার রেমা চা বাগানের শ্রমিকরা। অর্ধাহারে দিন কাটছে শ্রমিকদের। বাগান বন্ধের পরপরই স্থানীয় বাগান পঞ্চায়েত থেকে কিছু চাল দেওয়া হয়েছিল শ্রমিক পরিবারগুলিকে। গতকাল শনিবার বিকেলে বংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন অন্ত:গত লস্করপুর ভ্যালীর ২৩টি চাÑবাগানের পঞ্চায়েত সভাপিত সম্পাদকবৃন্দ রেমা চাবাগানের শ্রমিকদেরকে আর্থিক সহযোগীতা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন পাল, লস্করপুর ভ্যালীর সভাপতি রবিন্দ্র গৌড়, সহ-সভাপতি উজালা পাইনকা, সাধারণ সম্পাদক অনিরোদ্ধ বাড়াইক রেমা বাগান পঞ্চাত সভাপতি তনু মুন্ডা, সাধারণ সম্পাদক ডিকেট ভুনার্জী, উজালা পানিকা, খাইরুন আক্তার, সন্ধ্যারানী ভৌমিক, সৌবিত্র কর্মকার প্রমুখ। আগত অতিথিরা জানান, আগামী ২৪ তারিখের মধ্যে বন্ধ বাগান চালু করতে হবে, সমাধান না হলে ২৩টি চা বাগান এক যোগে যেকোন কর্মসুচি গ্রহন করবে। এদিকে অর্থাভাবে চিকিৎসা করতে পরছেনা অনেকেই এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন জয়রাগর (৬৫), ধনপতিগোয়ালা (৫৫) রাজ কুমারী (৭৫), অঞ্জলা পাইনকা (৭০), টুসু (৬৫) নিয়তি (৭০) তারা বলেন, দাসের মতো জীবন কাটালেও প্রজন্ম থেকে প্রজন্মে উৎপাদন ধরে রেখেছেন তারা। তাই জীবন সম্পর্কে শুধু আক্ষেপই ঝরে তাঁদের কণ্ঠে। চা বাগানের মানুষের জীবন কষ্টে-দুর্দশায় যায়, মানুষ মনে করে যে, আমাদের এই রকমই দিন যাবে,‘‘সারাজীবন কষ্ট করে করে আমাদের দিন পার করব, যাওয়ার তো আর কোনো জায়গাও নাই। আর কোনো কিছু করারও নেই আমাদের। ভাবতে ভাবতে এরকমই তাঁরা জীবনযাপন পার করে।


     এই বিভাগের আরো খবর