,

করোনা ভাইরাস আতংক বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূন্য

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫০শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূন্য হয়ে পড়েছে। আজ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় শিশু ওয়ার্ডে কোন রোগী ভর্তি নাই। পুরুষ ওয়ার্ডে ও কোন রোগী নাই। চারটি কেবিন রোগী শূন্য। মহিলা ওয়ার্ডে একজন মহিলা রোগীকে গিয়ে পাওয়া যায় তবে, তিনি দীর্ঘদিন কেমোথেরাপি দিয়েছেন। এসেছেন ব্যাথানাশক ইনজেকশন দিতে। ইনজেকশন দিয়ে তিনিও চলে যাবেন। জরুরী বিভাগে দুজন রোগীকে পাওয়া যায়। তবে তারা জরুরী বিভাগের সেবা নিয়েই চলে যাবেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) থেকে ভর্তিকৃত রোগী কমে শূন্যের কোটায় চলে এসেছে। তবে জরুরী বিভাগ ও বর্হিবিভাগে বন্ধের দিন ছাড়া ৪/৫শ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। রোগী কেন ভর্তি হচ্ছেনা কিংবা চলে গেছেন তা কর্তৃপক্ষের অজানা। তবে তারা সাধারন সর্দি-জ¦র-কাশি নিয়ে স্বাস্থ্যকমপ্লেক্সে অযথা ভীড় না করার জন্য অনেককে নিরুৎসাহিত করেছেন। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোঃ শাহপরান জানান, স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূন্য করে আমাদের কোন লাভ নাই। আমরা এখানে এসেছি রোগীদের সেবা দিতে। হতে পারে করোনা ভাইরাস আতংক থেকে অতিরিক্ত সচেতনা থেকে রোগীরা স্বেচ্ছায় ঘরে বসে চিকৎসা নিবেন।


     এই বিভাগের আরো খবর