,

বানিয়াচংয়ে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারণা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারণা শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার ও ক্যাপটেন গালিবের নেতৃত্বে একদল সেনা সদস্য বানিয়াচংয়ের বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে দেখা যায়। এ সময় বিশেষ প্রয়োজন ব্যতীত লোকজনদের বাইরে বের না হওয়াসহ হোম কোয়ারেন্টাইন মেনে চলার অনুরোধ জানানো হয়। সামাজিক সচেতনতার লক্ষ্যে পায়ে হেটে মাইকিং করে নোবেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারাভিযান চালানো হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, সার্জেন্ট মনির, সার্জেন্ট রেজাউল, ওয়ারেন্ট অফিসার জামান, বানিয়াচং থানার এসআই গৌতম সরকারসহ সেনা ও পুলিশ সদস্যরা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, দৈনিক মানব জমিন’র প্রতিনিধি মখলিছ মিয়া ও সমকাল’র প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।


     এই বিভাগের আরো খবর