,

নবীগঞ্জের ৫০ শয্যা হাসপাতালে করোনা ভাইরাস আতঙ্কে রোগীশূন্য

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৫০ শয্যার আধুনিক হাসপাতালে রোগীশূন্য। গতকাল রবিবার সরেজমিন ঘুরে দেখা যায় শিশু ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও মহিলা ওর্য়াড সহ চারটি কেবিনে রোগীশূন্য। শিশু ওয়ার্ডে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত ৩ জন শিশু, মহিলা ওর্য়াডে ২ জন ডেলিভারি রোগী ও পুরুষ ওয়ার্ডে ৫ জন মারামারির রোগীকে গিয়ে পাওয়া যায়। সকালে ১০ জন রোগী ভর্তি হলেও করোনা ভাইরাস আতঙ্কে বিকালে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। জরুরি বিভাগে দুইজন রোগীকে পাওয়া যায়। তারাও সেবা নিয়েই চলে যান। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে প্রকাশ, গত রবিবার থেকে রোগী ভর্তি প্রায় শূন্যের কোটায়। তবে জরুরি বিভাগ ও বহির্বিভাগে বন্ধের দিন ছাড়া ৪০-৫০ জন রোগী নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন। রোগী কেন ভর্তি হচ্ছে না কিংবা চলে গেছেন তা কর্তৃপক্ষের অজানা। তবে করোনা ভাইরাস আতঙ্কের কথা ধারণা করছেন। সাধারণ সর্দি-জ্বর-কাশি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অযথা ভিড় না করার জন্য অনেককে নিরুৎসাহিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা বলেন মারামারি ও বড় কিছু না হলে করোনা সচেতনায় কেউ হাসাপাতালে ভর্তি হচ্ছে না। তবে আমরা জরুরি বিভাগে জ্বর সর্দি সহ সবধরনের রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্স রোগীশূন্য করে আমাদের কোনো লাভ নেই। আমরা এখানে এসেছি রোগীদের সেবা দিতে। করোনা ভাইরাস আতঙ্ক থেকে অতিরিক্ত সচেতনায় হিসেবে অনেক রোগীরা হাসপাতালে না এসে স্বেচ্ছায় ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর