,

আউশকান্দি ইউপি সদস্য বদরুল ইসলাম বকুল এর জানাজা সম্পন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল

এম.এ. আহমদ আজাদ ॥ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের জনপ্রিয় ইউপি সদস্য ও ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি হাজি বদরুল ইসলাম বকুলের নামাজে জানাজায় দল মত নির্বিশেষে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। গতকাল বুধবার বেলা আড়াইটায় আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে নামাজে জানাজায় ঈমামতি করেন উপমহাদেশের প্রখ্যাত পীরে কামিল হযরত ফুলতলী ছাহেব কিবলাহর সুযোগ্য উত্তরসূরী আল্লামা ফখরুদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। নামাজে জানাজায় অংশগ্রহন করে জানাজা পূর্বক আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. আলমগীর হোসেন চৌধুরী, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আবুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট মুজিবুর রহমান কাজল, ইউপি সদস্য সুজন মিয়া, বাংলাদেশ মানবাধীকার কাউন্সিল বামাকা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মিরাজ আলী, মাওলানা আব্দুল হালিম, ঈমাম খালেদ সাইফুল্লাহ, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত, যুবলীগ নেতা শাহগুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, আব্দুল হামিদ নিকছন, সাংবাদিক এম মুজিবুর রহমান, কিবরিয়া চৌধুরী, বুলবুল আহমদ, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম, শেখ সালাম, শিহাব আহমদ, রুমেল আহমদ প্রমূখ। উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত অনুমান পৌনে ১১টায় ঢাকা-সিলেট মহা সড়কের কিবরিয়া চত্ত্বরে মোটরসাইকেল আরোহী ট্রাকের সাথে সংর্ঘষে আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৩ বার নির্বাচিত ইউপি সদস্য, বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি সবার প্রিয়মূখ হাজি বদরুল ইসলাম বকুল, তার অপর সহযোগী এনা কাউন্টারের ম্যানাজার বকুল মিয়া সহ ২জন মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বদরুল ইসলাম বকুলকে মৃত ঘোষনা করেন। অপর আহত এনা কাউন্টারের ম্যানাজার বকুল মিয়াকে ২দিন সিলেটে চিকিৎসা শেষে মুমুর্ষ অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ইউপি সদস্য বদরুল ইসলাম বকুলের মৃত্যুতে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ২দিন ২দফায় ২ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গভীর শোক প্রকাশ করে। পাশাপাশি গতকাল বাদ আছর বাজার মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। মরহুম হাজি বদরুল ইসলাম বকুল মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আউশকান্দি অঞ্চল সহ বাজার ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


     এই বিভাগের আরো খবর