,

৫০০ দরিদ্র মানুষের পাশে চিত্রনায়ক সাইমন

সময় ডেস্ক : এবার দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছেন চিত্র নায়ক সাইমন সাদিক। পোড়ামন খ্যান এই চিত্রনায়ক প্রায় ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছেন। আজ থেকে ঢাকা ও তার আশেপাশের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করার কথা সাইমনের। এই উদ্যোগে সাইমনের বন্ধুরাও তার পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান সােইমন। সাইমন বলেন, ‘আমি মধ্যবিত্ত,আমার সামর্থ আমি জানি। মন চায় খেটেখাওয়া মানুষদের জন্য অনেক কিছু করি। সাধ আছে, সামর্থ কম। ঐ যে মধ্যবিত্ত,সেখানেই আটকে যাই! আমার যতোটুকু সামর্থ আছে,তাকে পুঁজি করে আমার কাছের কিছু বড় ভাই ও ভাই বন্ধুদের সহযোগীতায়,আমরা চেষ্টা করেছি কিছু খেটেখাওয়া মানুষকে সহযোগীতা করার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা বলেন, ‘ আমার মতো আপনিও হয়তো একা পারবেন না, কিন্তু আপনার ও তো কিছু কাছের ভাই,বন্ধু আছেন। যাদের কল্যাণে আমাদের পাশের খেটে খাওয়া মানুষদের অন্তত ৪-৫ দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবারের ব্যাবস্থা হবে। আমার এই ক্ষুদ্র প্রয়াস কে যারা মোটামুটি বড় করতে সাহস দিয়েছেন,তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ।’ সাইমন ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আসেন। ২০১৩ সালে এই পরিচালকের ‘পোড়ামন’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেনেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এদিকে করোনা ভাইরাস যাতে আর না ছড়াতে পারে সে জন্য সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।


     এই বিভাগের আরো খবর