,

বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত২০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রাম্য দাঙ্গায় উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০জন আহত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয় নাই।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাড়াগাও গ্রামে। মঙ্গলবার দিবাগত রাত দশটায় দু‘পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন আব্দুর রাজ্জাক(৪৮)জোছনা বেগম (৪৫)আদই মিয়া(৪৫)রাইদুল(২০)নুর আল(৫০)সেবুল(১৮)সুহেদা(৩০) এলাকাবাসী সূত্রে জানা যায়,পাড়াগাও গ্রামের নেশাই উল্লার পুত্র আব্দুল খালেক ও ইন্তাজ উল্লার পুত্র আহাদ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো । ৩১মার্চ বিরোধীয় জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন আব্দুল খালেক। এত বাধা দিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন আব্দুল খালেক। এতে করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
মঙ্গলবার দিবাগত রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা পাল্টা হামলা করে সংঘর্ষে লিপ্ত হয়। বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে ঘটনা¯’লে পৌছে সংঘর্ষ থামিয়ে দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার জানান, এখন ও কোন পক্ষ মামলা দায়ের করেন নাই।


     এই বিভাগের আরো খবর