,

নবীগঞ্জ পৌরসভায় ত্রান বিতরণ করলেন এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভায় ত্রান বিতরণ করেন নবীগঞ্জ বাহুবলের আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী। গতকাল বুধবার রাতে করোনা ভাইরাস সংক্রমন রোধে খেটে খাওয়া অসহায়, দিন মুজুর, হতদরিদ্র ৩২০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, জে কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোজাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম অপু, পৌর সেচ্ছাসেবক আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর আওয়ামীলীগের নেতা এটিএম রুবেল, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ তালুকদার, গোপিকা রঞ্জন পাল, আলমগীর চৌধুরী সালমান, মহিবুর রহমান বুরহান মাছুম, পারভেজ চৌধুরী প্রমুখ। এ সময় এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। দরিদ্র দুঃখীদের পাশে যদি সবাই মিলে দাড়ানো যায় তাহলে কোন দরিদ্র লোককে না খেয়ে মরতে হবে না। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সরকারের তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে দেশের মানুষ যেন এই মহামারী ভাইরাসে ঘরে থাকা খেটে খাওয়া মানুষদের যাহাতে খাদ্য অভাব না পড়ে সেদিকে খেয়াল রাখার নিদের্শ দিয়েছেন এবং করোনা ভাইরাস রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া সবাইকে নিজ গৃহে অবস্থান করতে হবে। নিজের বাসস্থানের আশপাশ পরিস্কার রাখতে হবে। মনে রাখতে হবে সচেতন হওয়া ছাড়া আমাদের কোন বিকল্প নেই। তিনি এলাকার বৃত্তমান দানশীল ব্যক্তিদেরকে অসহায় জনগোষ্টির পাশে দাড়ানোর আহবান জানান।


     এই বিভাগের আরো খবর