,

লকডাউনে ফিরে আসছেন এসিপি প্রদ্যুমান

টানা ২২ বছর ধরে টিআরপির শীর্ষে। ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজ। প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত সমান জনপ্রিয়তা। সনি এন্টারটেন্টমেন্টের গোয়েন্দা ধারাবাহিক “সিআইডি” ফের পর্দায় ফিরছে বলে জানা গিয়েছে। প্রযোজক বি পি সিংয়ের এই টিভি ধারাবাহিককে করোনার জন্য ভারতে চলা লকডাউনের সময় ফের টিভির পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে। বাসায় গৃহবন্দী মানুষদের বিনোদন দিতে ছোট পর্দায় ফিরছেন সিআইডি’র সদস্যরা।

এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় ছিলেন এসিপি প্রদ্যুয়মান। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শিবাজী সাতাম। এই খবরে স্বভাবশতই দারুণ খুশি এই অভিনেতা। তিনি জানিয়েছেন, ‘এটা হলে সত্যিই খুশি হবো এবং মানুষ ফের একবার সিআইডি দেখার সুযোগ পাবেন । যেটি গত ২২ বছর ধরে টানা চলেছিল। সবসময়ই মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যায়, এমন বিষয়বস্তুর উপর জোর দেওয়া হয়েছিল। আজও যখন যেখানে যাই, মানুষ আমাকে এসিপি হিসেবেই চেনেন। এটা একজন অভিনেতা হিসেবে দারুণ অভিজ্ঞতা। একটা পরিবারের মতো ছিলাম এই ধারাবাহিকের অভিনেতারা।


     এই বিভাগের আরো খবর