,

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার যুক্ত হলেন নেইমার দস ‍সিলভা সান্তোস জুনিয়র

জাবেদ ইকবাল তালুকদার : বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত প্রায় ২০০ দেশ। ইতিমধ্যে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৫৪ হাজারের উপেরে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে আসছেন ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রাজিলিয়ান ও PSG ফরোয়ার্ড  বিশ্বের সবচাইতে দামী ফুটবলার নেইমার।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউনিসেফকে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকা) দিয়েছেনে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড । ব্রাজিলিয়ান টেলিভিশন শো ‘ফোফোকালিজান্দো’র বরাতে এমনটাই জানা গেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ থেকে।

আরো জানা গেছে, নেইমারের দান করা অর্থ দিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

এর আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা ১ মিলিয়ন ইউরো দান করেন।


     এই বিভাগের আরো খবর