,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

সিলেটে শেষ প্রস্তুতি, মঙ্গলবার থেকে শুরু পরীক্ষা

সময় ডেস্ক :  সিলেট ওসমানী মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগে (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) স্থাপন করা হয়েছে করোনা পরীক্ষার পিসিআরসহ (পলিমিয়ার্স চেইন রিঅ্যাকশন) অন্যান্য যন্ত্র এবং সরঞ্জাম। আগামী মঙ্গলবার থেকে সেখানে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবার মেডিকেল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান বিভাগে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়। এবং গতকাল ৫ এপ্রিল (শনিবার) যন্ত্রগুলো স্থাপন কাজ শেষ হয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, যন্ত্রগুলো সিলেটে নিয়ে আসার পর তা স্থাপনের কাজ শেষ হয়েছে। সিলেটের গণপূর্ত অধিদপ্তর কলেজের অণুজীববিজ্ঞান বিভাগের ‘লাইব্রেরি কাম রিডিং রুমে’ আয়না দিয়ে ঘিরে অবকাঠামো নির্মাণ করে। অবকাঠামো নির্মাণ শেষে ল্যাবের যন্ত্র এবং সরঞ্জাম স্থাপন করা হয়। যন্ত্রগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি এবং কোরিয়া থেকে আমদানি করা।


     এই বিভাগের আরো খবর