,

চুনারুঘাটে পারকুল বস্তী মন্দীরে ১৩ জুয়ারী আটক ভ্রাম্যমান আদালতে ৭ দিনের কারাদন্ড

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের পারকুল চা-বাগান বস্তী মন্দীরে ১৩ জুয়ারীকে ভ্রাম্যমান আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। গতকাল বুধবার ভোর রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর তার কার্যালয়ে ১৩ জুয়ারীকে এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত জুয়ারীরা হলেন, বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আঃ মালেক (৩২), একই উপজেলার দৌলতপুর গ্রামের আঃ শহিদ (৫৮), লামতাশি গ্রামের আলী হোসেন (৩৭), জয়দেবপুর গ্রামের কুতুব আলী (৫৩), গঙ্গানগর গ্রামের তৈয়ব আলী (৫০), চুনুরেক গ্রামের ফজলু মিয়া(৫২), তিতারকোণা গ্রামের সালেহ আহমেদ (৩৯), বড়ইউরি গ্রামের ফুল মিয়া, চুনারুঘাট উপজেলার দারাগাও গ্রামের দুলাল মিয়া (৩৮), একই গ্রামের আঃ মন্নান (৪৪), নজরুল ইসলাম (৪০), আঃ নুর (৩৭), সিলেট জেলার ফেন্সুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামের শামীম আহমেদ (৩৭)। দন্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য যে, গত মঙ্গলবার রাত ১ টায় চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল চা বাগানের বস্তি মন্দীর নামক স্থানে জুয়ার আসর থেকে দন্ড প্রাপ্তদের গ্রেফতার করে। এ সময় জুয়ারীদের কাছ থেকে ৪ টি লাইট ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকাগুলো সরকারী কোষাগাড়ে জমা দেওয়া হয়। ১৯৬৮ইং আইনে ৪ ধারায় ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়। অপরাধিকে হবিগঞ্জে জেল হাজতে প্রেরণ করে চুনারুঘাট থানা পুলিশ।


     এই বিভাগের আরো খবর