,

বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন সংগীত শিল্পী বাউলা দিপু

নিজস্ব প্রতিনিধি : করোনার কারণে সরকারী বন্ধে কর্মহীন হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী বাউলা দিপু। তিনি শুক্রবার রাতে শ্রীমঙ্গলের লালবাগ, সবুজবাগ, সাগর দিঘী রোড, পুর্বাসা, কালি ঘাট এলাকা ও চা শ্রমিকদের ৬০ টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন।
খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, আলু, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল এবং সাবান।
বাউলা দিপু বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশও।  ভাইরাসের প্রার্দুভাব রোধে সারা দেশে ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন।  কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ। তাই এসব মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র চেষ্টা।
দিপু আরো বলেন, আমার বাবারও অব্যাস ছিলো, গরিব দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। তিনি নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে আলো দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর