,

সামাজিক দুরত্ব অমান্য করে শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান পিকআপ-ট্রাকে করে মশুরডাল ও ছোলা ছাড়াই টিসিবি পন্য বিক্রি

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌর শহরে দাউদনগর বাজার মোড়, রেলওয়ে পার্কিং ও ড্রাইভার বাজার এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে কম মূল্যে পণ্য সোয়াবিন তেল, মশুরডাল, ছোলা, চিনি খোলাবাজারে বিক্রি শুরু করেছে সরকার। তবে ব্যবস্থাপনার অভাবে শনিবার (১১ এপ্রিল) দুপুর থেকে বিশৃংখলা তৈরি হচ্ছে ৫ লিটার সয়াবিন তেল ও ৪ কেজি চিনি বিক্রয়ের ভ্রাম্যমান পয়েন্ট গুলোতে। ক্রেতাদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করেই চলছে এ কার্যক্রম। ফলে মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি নিয়েই মশুর ডাল ও ছোলা ছাড়াই সয়াবিন তেল ও চিনি কিনতে জড়ো হচ্ছেন দরিদ্র মানুষের উপচেপড়া ভিড়। শহরের বিভিন্ন মহল্লা হতে লোকজন হেটে স্বল্প মূল্যে তেল ও চিনি কিনতে এখানে ভিড় করেন খেটে খাওয়া মানুষেরা।
নিয়োগকৃত শায়েস্তাগঞ্জ থানা রোড এলাকার রজব আলী ডিলারের মাধ্যমে ভ্রাম্যমান পিকআপ-ট্রাকে করে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি করছে টিসিবি। ডিলার বলছেন, কম দামে মশুর ডাল ও ছোলা ছাড়া সয়াবিন তেল ও চিনি কিনতে আসা মানুষের সংখ্যা বেশি হওয়ায় থানা পুলিশ সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। বেলা যত বাড়ে ভিড়ও তত বাড়ে, সেই সঙ্গে বাড়ে বিশৃংখলা। ক্রেতাদের হুড়াহুড়িতে হাজার বার বুঝিয়েও লাইনে ক্রেতাদের মাঝে ৩ ফুট দূরুত্ব বজায় রাখা সম্ভব হচ্ছেনা। বিতরন কালে উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার ও শায়েস্তাগঞ্জ থানার দুই জন পুলিশ কনষ্টেবল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “শুধু মশুর ডাল ও ছোলা ছাড়া, চিনি ও তেল বিতরন করা হচ্ছে।”


     এই বিভাগের আরো খবর