,

বাউসা ইউনিয়নে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে সন্তোষ ক্রেতারা

আলী হাছান লিটন  ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নবীগঞ্জে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম। নবীগঞ্জ বাজারে ঔষদের ফার্মেসী ছাড়া বন্ধ রয়েছে সকল দোকানপাট। গ্রামীণ বাজারে সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতারা নিজ থেকে শারীরিক দুরত্ব বজায় রেখে টিসিবির পণ্য খরিদ করতে দেখা যায়। আজ সোমবার ১৩ এপ্রিল দুপুরে বাউসা হাফিজিয়া মাদ্রাসা পয়েন্ট ও স্থানীয় বাজারে ট্রাকে করে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করেছেন অনুমোদিত ডিলার নবীগঞ্জ বাজারের
ব্যবসায়ী বাণী স্টোরের স্বত্তাধিকারী কেশব পাল। এ সময় জনপ্রতি ৫ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি ছোলা ৬৭০ টাকা প্যাকেজ করে ক্রেতাদের কাছ থেকে রাখা হয়। শাফিজুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নবীগঞ্জ বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। গ্রামীণ বাজারগুলোতে সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়। সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে টিসিবির পণ্য পেয়ে আমরা খুশি। সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত থাকলে আমরা উপকৃত হবো।


     এই বিভাগের আরো খবর