,

বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দিন মজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদ”।
গতকাল ১৩এপ্রিল (সোমবার) দুপুর  ১২টার দিকে বিহারীপুর স্কুল মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি অালু, ১ কেজি ডাইল ও ১ কেজি পেঁয়াজ করে প্রায় ৭০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুব কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও মোঃ ছালেক মিয়ার পরিচালনায়, সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন, ভাদেশ্বর ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজুল ইসলাম দুলাল, সাংবাদিক দিদার এলাহী সাজু, টিপু সুলতান জাহাঙ্গীর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ হামিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ শফর আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আপ্তাব আলী, যুব কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মোঃ হিরা মিয়া, সদস্য মোঃ আঃ হক, মোঃ ফরিদ মিয়া সহ প্রমূখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ তাজুল ইসলাম দুলাল বলেন, করোনা ভাইরাসের কারণে দিনমজুরদের কাজ কমে গেছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াবার এখনই সময়। এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদের পক্ষথেকে আমরা আজ প্রায় ৭০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি। আগামীতে যুব কল্যাণ পরিষদসহ আমরা সমাজের বিত্তবানরা আরো মানুষকে সহায়তা করবো ইনশাঅাল্লাহ।


     এই বিভাগের আরো খবর