,

সাকিবের আহ্বানে সারা দিয়ে নিলামে তুললেন মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট

জাবেদ ইকবাল তালুকদার : করোনাভাইরাস মোকাবিলায় সাকিব আল হাসান ফাউন্ডেশন চালু করেছেন ক্রিকেটার সাকিব। ওই ফাউন্ডেশনের মাধ্যমে পাওয়া অনুদান করোনা মোকাবিলায় খরচ করার জন্য দিচ্ছেন তিনি। এছাড়া নিজেদের করোনা লড়াইয়ের পেছনের যোদ্ধা উল্লেখ করে সাকিব দেশের ক্রিকেটের বড় তারকা তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের ব্যাট বা ক্রীড়া সামগ্রী নিলামে তুলে করোনা লড়াইয়ে সামিল হতে। বাটলারের মতো তারকার করোনা লড়াইয়ে এগিয়ে আসাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাকিবের ওই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ দলের ‘মিস্টার ডিপেনডেবল’ মুশফিকুর রহিম ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে করা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক নিজেই এক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন নিলামের কথা জানিয়ে মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘আমার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছি। ডিজিটাল অকশন করার ইচ্ছে আছে। দেখি কতদূর ব্যবস্থা করা যায়। সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, তারা যেন নিলামে আসেন এবং বেশি বেশি করে দাম তোলেন। কারণ ব্যাট থেকে যা টাকা আসবে পুরোটাই গরিব মানুষদের জন্য খরচ করা হবে।’

২০১৩ সালে গল টেস্টে মুশফিকুর রহিম প্রথম ইনিংসে ৩২১ বল খেলে ২০০ রান করেন। ২২ চারের আর ১ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছিলেন মুশফিক। প্রথম ইনিংসে শ্রীলংকা ৫৭০ রান তুলে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ করে ৬৩৮ রান। এছাড়া দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলতেই টেস্টটি ড্র হয়।


     এই বিভাগের আরো খবর