,

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিলেন শিল্প প্রতিমন্ত্রী

সময় ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হস্তান্তর করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এগুলোর মধ্যে রয়েছে ২শ’ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৫শ’ জোড়া হ্যান্ড  গ্লাভস।

গত ১৯এপ্রিল (রোববার) রাজধানীর মিরপুরের মোহনা টেলিভিশন কার্যালয়ে ডিএমপির মিরপুর জোনের উপ-কমিশনার মোস্তাক আহমেদের কাছে এসব  উপকরণ হস্তান্তর করেন। মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ল্যাবরেটরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মূলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়।

এ সময় উপ-কমিশনার মোস্তাক আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সঠিকভাবে দায়িত্ব পালন ও জনগণের নিকট সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, করোনা প্রাদুর্ভাবের এ সময়ে সাড়ে তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে সেগুলো স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পল্লবীর এডিসি মিজানুর রহমান, এসি ফিরোজ কাওসারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর