,

মৌলভীবাজারে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের ত্রাণ বিতরণ 

সংবাদদাতা : জেলার ৭২ টি সামাজিক সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১০০ জন ভ্রাম্যমান সাধারন রিক্সা চালক ও সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শহরের চৌমুহনায়ও কুসুমবাগ এলাকায় ।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল),করোনাভাইরাস প্রভাব বিস্তারে দেশজুড়ে লকডাউন ঘর বন্দি কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই কঠিন মুহুর্তে তাদের পাশে দাড়িয়েছে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার জেলা কার্যকরী কমিটি। হতদরিদ্র দিনমুজুর অসহায় শ্রমিকদের মাঝে জেলা কমিটির সভাপতি সাধারন সম্পাদকে ও কার্যকরী কমিটির নেতৃত্বে এ ত্রান সামগ্রী দেওয়া হয়েছে অসহায় শ্রমিকদের মাঝে।
ত্রান বিতরণে উপস্থিত ছিলেন, মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ,জেলা কমিটির সভাপতি খালেদ চৌধুরী ,সাধারন সম্পাদক আলিম উদ্দিন হালিম ,আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ,জেলা পরিষদ সদস্য সৈয়দ জেরিন আক্তার, তাতীলীগ সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
কার্যকরী কমিটির অন্যান্যদের মধ্যে, সিনিয়র সহ সভাপতি বকসি ইকবাল আহমদ,সহ সভাপতি রুহেল চৌধুরী,এম মুহিবুর রহমান মুহিব,নিকিল তালুকদার। সদস্যরা হলেন জুয়েল আহমদ,
জহির হোসেন,তাকবির হোসেন,ম্যাজিক মুহন,রুপক আহমেদ।


     এই বিভাগের আরো খবর