,

বানিয়াচংয়ে অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতা-কর্মী

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীগন।
গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পুলুঘোষার হাওরে কৃষক ইমদাদুল হোসেনের ১একর জমির ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন,সাধারন সম্পাদক সাইম হাসান পুলকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শুধূ জমির ধান কেটে দিয়েই ক্ষান্ত হননি।
ধানের আটি বেধে মাথায় বহন করে ধান টানার পরিবহন ট্রলি গাড়িতে তুলে দেন।
এ ব্যাপারে কামালখানী গ্রামের কৃষক ইমদাদুল হোসেন জানান,আমার জমি কম হওয়ায় চুক্তিতে যারা ধান কাটেন তারা পাত্তা দিচ্ছিলেন না।
এদিকে জমির ধান পেকে গেছে,হাওরের আবহাওয়া ও ভাল না শুনতেছি বন্যা হবে।
বাধ্য হয়ে ছাত্রলীগের নেতাদের কাছে যাই। তারা কথা দিয়েছিলেন,কথা রেখেছেন।আমি তাদের কাছে ঋনী হয়ে রইলাম।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকের পাশে থাকার জন্য আমরা বলে দিয়েছি। এ জন্য জেলা ,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ধান কাটার জন্য আমরা কমিটি করে দিয়েছি। জেলার যেখানেই শ্রমিক সংকট সেখানেই ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে থাকবে ইনশাআল্লাহ।


     এই বিভাগের আরো খবর